
গন্ডাছড়া মহকুমার অন্তর্গত করল্যাছড়ি এলাকার চন্দ্রদাস পাড়ায় ঘটে গেল এক মর্মান্তিক অগ্নিকাণ্ড। মঙ্গলবার রাত আনুমানিক ১২ টা নাগাদ নিজের বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ধন চাকমা (৭০) নামের এক বৃদ্ধের। স্থানীয় সূত্রে জানা গেছে, চুলার আগুন থেকেই আগুনের সূত্রপাত ঘটে।আগুন লাগার পর ধন চাকমা নিজ বাড়ির আসবাবপত্র রক্ষা করতে ঘরের ভেতরে প্রবেশ করেন। কিন্তু মুহূর্তেই আগুনের লেলিহান শিখা তাঁকে গ্রাস করে নেয়। স্থানীয়রা অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলেও, ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা এই দুঃখজনক মৃত্যুকে ‘অপরিমেয় ক্ষতি’ বলে বর্ণনা করেছেন।