দেশ
img

ফের মাথাচাড়া দিয়ে উঠল করোনা

ফের মাথাচাড়া দিয়ে উঠল করোনা। একাধিক দেশে গত কয়েকদিনে যে হারে সংক্রমণের নতুন ঢেউ থাবা বসিয়েছে, তাতে বাড়ছিল আতঙ্ক। প্রশ্ন ঘুরছিল, ফের কি তবে লকডাউন? এসবের মাঝেই জানা গেল, গত কয়েকদিনে হুড়মুড়িয়ে করোনার  সংক্রমণ বেড়েছে ভারতেও। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে  খবর এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৫৭।  ১২ মে থেকে নতুন আক্রান্তের সংখ্যা ১৬৪।  দেশের যে কয়েকটি জায়গায় নতুন করে সংক্রমণের খবর সামনে আসছে, তার মধ্যে শীর্ষে কেরল। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, গত কয়েকদিনে কেরলে ৬৯টি নতুন সংক্রমণ সামনে এসেছে। মহারাষ্ট্রে এই মুহূর্তে ৫৬ জন করোনা আক্রান্ত, তার মধ্যে গত কয়েকদিনে আক্রান্ত হয়েছেন ৪৪জন। ১২ মে থেকে তামিলনাড়ুতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ জন।সূত্রের খবর, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি বিচারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।