
আবারো ফের পাঁচ বছর পর বিশ্বে কোভিড-১৯- থাবা। বিশ্বজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে হংকং এবং সিঙ্গাপুরে দেখা যাচ্ছে আক্রান্তের সংখ্যা বাড়তে । সিঙ্গাপুরে কেসের সংখ্যা ২৮% বেড়েছে এবং হংকং এক সপ্তাহে ৩১টি গুরুতর কেস রিপোর্ট হয়েছে।সিঙ্গাপুর উচ্চ সতর্কতায় রয়েছে কারণ মে ৩ তারিখে পর্যন্ত কোভিড-১৯ কেসের আনুমানিক সংখ্যা ১১,১০০ থেকে বেড়ে ১৪,২০০ হয়েছে। দৈনিক হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও প্রায় ৩০% বৃদ্ধি পেয়েছে।৪ দেশে হু হু করে বাড়ছে কোভিড ১৯- এর আশংকা। চিন থাইল্যান্ড হংকং সিঙ্গাপুর এই চার দেশে কোভিড ১৯-এর আশঙ্কা দেখা যাচ্ছে বেশি ।স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড-১৯ বুলেটিন অনুযায়ী, ভারতে ৯৩টি সক্রিয় কেস রয়েছে, কিন্তু পুনরায় করোনাভাইরাস কোনও রিপোর্ট নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মানুষকে আতঙ্কিত না হওয়ার এবং সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন, যেমন ভিড়ের জায়গায় মাস্ক পরা।ফের ভারতে প্রকটভাবে কোভিডের থাবা পড়বে না বলেই সকলে মনে করছে।