
May 18, 2025
যুদ্ধবিরতি ঘোষণা সিদ্ধান্তের পর এবার আরও একটি সিদ্ধান্ত ভারতকে নিয়ে ট্রাম্পের।ভারতে আর অ্যাপ্লের জিনিস না বানানোর জন্য অ্যাপ্ল কর্তা টিম কুককে প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় এ কথা জানিয়েছেন ট্রাম্প।মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি অ্যাপ্ল কর্তাকে বলেছেন, “আমি শুনছি আপনি ভারতে জিনিস উৎপাদন করছেন। আমি চাই না আপনি ভারতে জিনিস উৎপাদন করুন।” ট্রাম্প এ-ও জানান, ভারত নিজে নিজেরটা বুঝে নিতে পারবে এবং ভারত বেশ ভাল ভাবেই চলছে।