দেশ
img

পাঞ্জাবে আটক এক পাকিস্তানি নাগরিক

পহেলগাঁও কাণ্ডের জেরে ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপড়েন বৃদ্ধি পেয়েছে। এই আবহে পঞ্জাবের গুরদাসপুরে ধৃত এক পাকিস্তানি নাগরিক। তাঁর কাছে পাকিস্তানের পরিচয়পত্রও মিলেছে। ধৃতের নাম হুসনাইন। বর্তমানে পঞ্জাব পুলিশের হেফাজতে রয়েছেন তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩-৪ মে রাতে পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে গুরদাসপুরে প্রবেশের সময় আটক হন হুসনাইন। দরিয়া মনসুর সীমান্ত চৌকির কাছে একটি ঝোপে তাঁকে দেখতে পান সীমান্তরক্ষীরা। তাঁর থেকে একটি পাকিস্তানি পরিচয়পত্র এবং ৪০ পাকিস্তানি টাকাও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের গুজরানওয়ালা শহরের বাসিন্দা সে।