দেশ
img

পহেলগাঁওয়ের সন্ত্রাসে আতঙ্কে দিন কাটাচ্ছে কাশ্মীর, রাতারাতি বন্ধ ৪৮টি রিসর্ট,

পহেলগাঁওয়ের ঘটনার পর নিরাপত্তার কারণে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র এবং ৪৮টি রিসর্ট বন্ধ করে দিল জম্মু ও কাশ্মীর সরকার। জানা গিয়েছে, কয়েকদিন আগে ভয়াবহ জঙ্গি হামলার পর নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, দুধপথরি (বুডগাম) ও ভেরিনাগ (অনন্তনাগ) সহ বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন এলাকা পর্যটকদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের আয়ের অন্যতম বড় উৎস পর্যটন শিল্প। কিন্তু সাম্প্রতিক ঘটনার পর তা বর্তমানে চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে। বহু পর্যটক ইতিমধ্যেই এলাকা ছেড়ে চলে গেছেন।স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এই ঘটনায় বড়সড় প্রভাব পড়বে তাদের জীবন ও জীবিকার ওপর। ইতিমধ্যেই, পহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। সোমবার বিধানসভায় পহেলগাঁওয়ের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা