দেশ
img

সৌদি আরবে মোদীর সফর

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের সৌদি আরব সফর। কূটনৈতিক শিবির অধীর আগ্রহে সে দিকে তাকিয়ে রয়েছে। অপরিশোধিত তেল এবং তৈল সংশোধনাগারে লগ্নির ব্যাপারে এই দু’দেশ মোদীর সফরের পর কতটা এগোতে পারে, সেটাই এখন আলোচনার কেন্দ্রে।ভারতে সর্বোচ্চ অশোধিত তেল রফতানিকারী তিনটি দেশের মধ্যে একটি সৌদি আরব। মোদী জমানায় সৌদি তথা পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের কূটনীতি আরও পোক্ত হয়েছে বলেই দাবি করে সাউথ ব্লক। সূত্রের খবর, মোদীর সফরে রিয়াধ ভারতকে তেল রফতানিতে কিছুটা ছাড়ের কথা ঘোষণা করতে পারে, নিজেরা চাপে থাকার কারণে। রিয়াধের লক্ষ্য, এই ক্ষেত্রে ভারতের সামগ্রিক রফতানির সিংহভাগ দখল করা।