ত্রিপুরা
img

বাইক দুর্ঘটনার জেরে যুবককে মারধর

বাইক দুর্ঘটনার জেরে যুবককে মারধর। ঘটনা সোমবার রাত বিশ্রামগঞ্জ পদ্ম নগর রেলব্রিজ সংলগ্ন এলাকায়।
সোমবার রাত  মেলাঘর থানার অন্তর্গত তকসাপাড়া এলাকার যুবক জয় দাস  পিতা অধির দাস তার  বাইক নিয়ে পদ্মনগর রেল ব্রিজ এলাকায় এসে এক পথচারী মহিলা শান্তি দেববর্মাকে ধাক্কা মারে। এবং বাইক সহ যুবক ছিটকে পড়ে যায় সড়কে । সঙ্গে সঙ্গে এই যুবক নিরীহ পথচারী শান্তি দেববর্মাকে নিয়ে বিশ্রামগঞ্জ হাসপাতালে আসার সময় হাসপাতালে  ঢোকার মুখে রাজা নামে এক যুবক জয় দাস কে প্রচন্ডভাবে মারধর করে তাকে রক্তাক্ত করে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে থাকা কয়েকজন জয় দাস কে নিয়ে যায় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এবং পথচারী মহিলা শান্তি দেববর্মা কেও  নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ হাসপাতালে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। সড়কে দুর্ঘটনা হতেই পারে। তার জন্য একজন যুবককে এভাবে মারধর ঠিক হয়নি। দুর্ঘটনার পর  জয় দাস  পথচারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার মুখে আক্রান্ত হয়। অত্যন্ত নিন্দনীয় এবং জঘন্য কাজ করেছে সেই যুবক। এমনটাই বলছে ঘটনাস্থলে উপস্থিত প্রতিটি মানুষ। হাসপাতালে ঢোকার মুখে সে আক্রান্ত হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে। এই নিয়ে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।