দেশ
img

ভারতের ২৯ লক্ষ অ্যাকাউন্ট ব্লক করল গুগল

বেশ কিছুদিন ধরেই কড়া নীতি নিয়েছে গুগল। এবার বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে তারা আরও কড়া পদক্ষেপ গ্রহণ করল।ভারতের ২.৯ মিলিয়ন গ্রাহককে আর বিজ্ঞাপন দেবে না গুগল। ইন্টারনেট টেক জায়ান্টের পক্ষ থেকে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভারতের ২৪৭.৪ মিলিয়ন বিজ্ঞাপন চলে গেল বলেই খবর। গুগলের বিজ্ঞাপনের নিয়ম না মানার ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।বিশ্বজুড়ে গুগল ৩৯.২ মিলিয়ন গ্রাহককে সাসপেন্ড করেছে। সেখান থেকে তারা ৫.১ বিলিয়ন বিজ্ঞাপন তুলে নিয়েছে। ৯.১ বিলিয়ন বিজ্ঞাপনকে তারা নির্দিষ্টভাবে বেঁধে দিয়েছে। এটি প্রতিষ্ঠানের সুরক্ষার কথা মাথায় রেখেই করা হয়েছে বলেই জানা গিয়েছে।গুগলের পক্ষ থেকে বলা হয়েছে তারা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ২০২৪ সাল থেকেই তৈরি করেছে। এরফলে তারা অতি সহজে যেকোনও বিষয় নিয়ে তদন্ত করতে পারে। সেখান থেকে তারা খারাপ বিষয় এবং ভুয়ো সিগনালকে অতি সহজে ধরতে পারে। এরপরই এতগুলি গ্রাহককে তারা বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে। 

এই মুহূর্তে