
রবিবার যথাযোগ্য মর্যাদায় ভারতীয় জনতা পার্টির ৪৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় বিজেপি প্রদেশ কার্যালয়ে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য্য, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। বিজেপি প্রদেশ কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির 46 তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন , আজ ৪৫ তম পূর্ণ করে ৪৬ তম প্রতিষ্ঠা দিবস সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা ও পালন করা হচ্ছে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মুখ্যমন্ত্রী বলেন ভারতবর্ষে কয়েকটি রাজ্য ছাড়া বাকি সবগুলোতে আজকের এই দিনটি মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। 2018 সালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমানে গৃহমন্ত্রী উনার হাত ধরে ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির পদার্পণ ঘটেছে । তাদের দেখা দিশাতে ত্রিপুরা কাজ করে আজ উন্নতি শিখরে পৌঁছেছে । ফলে অন্যান্য রাজনৈতিক দলরা কোন দিকে যাবে বুঝতে পারছে না । আমরা জনতা পার্টি দেশের উন্নতির জন্য কাজ করে থাকি। এ পার্টি কার্যকর্তাদের পার্টি। মুখ্যমন্ত্রী আরও বলেন, এবারের বাজেটে আমরা গরীবদের কথা ভেবে বাজেট করেছি ।তাছাড়া জল জীবন মিশনে ৮৭ শতাংশ পৌঁছে গেছে। কিছু কিছু জায়গায় যেমন পাহাড় অঞ্চলে জল স্তর কম থাকায় কিছুটা সমস্যা হয় ,তবে আমরা সব জায়গায় জলের ব্যবস্থা করছি । রাস্তায় আমাদের রাস্তা দেখায় প্রধানমন্ত্রী যে রাস্তা দেখাচ্ছেন সে পথ আমরা অনুসরণ করছি অর্থাৎ আমাদের যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত হয়েছে, ইন্টারনেট খুব উন্নত হয়েছে, আমরা ফ্রন্ট রানার স্টেইট হিসেবে নাম করেছি।তাছাড়া বিভিন্ন জায়গা থেকে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চাইছে, ত্রিপুরা ইনফ্রাস্ট্রাকচার খুব উন্নত হয়েছে । ল অ্যান্ড অর্ডার দিক দিয়ে ত্রিপুরা তৃতীয় নম্ররে আছি। আমরা সার্ভিস সেক্টর ও ভালো কাজ করছি সর্বশেষে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, গরিব, মহিলা ,কৃষক ও যুব সম্প্রদায় এর চারটি জাতির উন্নতি হয় তাহলে দেশের উন্নতি হবে। ১৯৫১ সালে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর হাত ধরে অর্থাৎ ত্রিপুরাতে জনতা পার্টির প্রতিষ্ঠাতা হয়েছিল। সর্বশেষে মুখ্যমন্ত্রী উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন।