img


মহাকুম্ভ মেলার আমন্ত্রণ জানাতে রাজ্যে এলেন উত্তরপ্রদেশের দুই মন্ত্রী ।


নিজস্ব প্রতিনিধি:- উত্তরপ্রদেশের প্রয়াগরাজে  মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ জনুয়ারি।  সমাপ্তি হচ্ছে ২৬ ফেব্রুয়ারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এর তৎপরতায় এক জাঁকজমকপূর্ণ মেলার আয়োজন করা হয়েছে এবছর। প্রতি ১২ বছর অন্তর অন্তর এই কুম্ভ মেলা হয়।  মহাকুম্ভ মেলা গোটা ধারা বা বিশ্বের সবচেয়ে বড় মিলনক্ষেত্র হিসেবে গড়ে উঠবে। সোমবার বেসরকারি হোটেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানালেন উত্তরপ্রদেশের মন্ত্রী কপিল দেব আগরওয়াল।  চার হাজার একর জায়গা জুড়ে এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।   সরস্বতী গঙ্গা-যমুনার সঙ্গমস্থল এই উত্তর প্রদেশে মহাকুম্ভ মেলাকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।  এ বছর ৪৫ কোটি ভক্ত সমাগম হওয়ার সম্ভাবনার কথা জানালেন উত্তর প্রদেশের  মন্ত্রী কপিল দেব আগরওয়াল।  ৩৫২ টি স্পেশাল ট্রেন যাত্রীদের জন্য বরাদ্দ করা হয়েছে।  ত্রিপুরা থেকেও অনেক ভক্ত এই মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করলেন তিনি।   গতকাল     রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ও মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে ব্যক্তিগতভাবে  কুম্ভ মেলার নিমন্ত্রণ জানানো হয়েছে বলে জানালেন উত্তর প্রদেশের  আর এক মন্ত্রী।