নিজস্ব প্রতিনিধি:- তীর্থ যাত্রীদের সাথে প্রতারণা করলেন জয় লক্ষ্মীনারায়ণ বৃন্দাবন ধাম স্পেশাল তীর্থ ভ্রমণ নামক কর্তৃপক্ষ । উল্লেখ্য গত ১৯ অক্টোবর তারিখে সমগ্র উত্তর ভারত ভ্রমণের উদ্দেশ্যে ধলাই জেলার সালেমার উক্ত লক্ষ্মীনারায়ণ বৃন্দাবন ধাম স্পেশাল তীর্থ ভ্রমণ সংস্থাটির মাধ্যমে গন্ডাছড়া থেকে প্রায় ১২ জন তীর্থ যাত্রী তীর্থ ভ্রমণের জন্য আমবাসা থেকে ট্রেনে করে রওনা হয়। যার এজেন্ট হলেন ধলাই জেলার সালেমার সমির দেবনাথ। কথা ছিল যে ১৬ টি তীর্থ স্থান দেখাবেন এবং ভ্রমণের যা যা সুযোগ সুবিধা তা সম্পূর্ণভাবে তীর্থ যাত্রীদের দেওয়া হবে। কিন্তু এজেন্ট সমীর দেবনাথ কথা দিয়ে কথা রাখেনি। বরং তাদের সাথে দুর্ব্যবহার করেন বলে গন্ডাছড়া থেকে যারা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিল সেই তীর্থ যাত্রীদের অভিযোগ। পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের কাছাকাছি যেতেই গাড়িটি পাল্টি খেয়ে গুরুতর আহত হয় তীর্থযাত্রীরা। তাদের অভিযোগ এখান থেকে ট্রেনে যাওয়ার পর সেখানে পৌঁছানোর পর যে বাস গাড়িটি করে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয় সেই বাসগাড়ীটির অবস্থা ছিল জরাজীর্ণ এবং ড্রাইভার ও মদমত্ত অবস্থায় গাড়িটি দ্রুত গতিতে চালিয়েছিল। আহত তীর্থযাত্রীদের অভিযোগ এজেন্ট সমীর দেবনাথ আহত তীর্থযাত্রীদের কোন রকম ভাবে ফার্মেসী থেকে ব্যাথা বেদনার ট্যাবলেট দিয়ে চিকিৎসা করান । আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একরাজ ক্ষোভ উগরে দিলেন সমগ্র উত্তর ভারত ভ্রমণ করতে যাওয়া গন্ডাছড়ার তীর্থযাত্রীরা এই লক্ষীনারায়ন বৃন্দাবন ধাম স্পেশাল তীর্থ ভ্রমণ নামক সংস্থাটির বিরুদ্ধে।