Dec 11, 2024
নিজস্ব প্রতিনিধি:- অদূর ভবিষ্যতে কামাখ্যা দর্শনের সুযোগ মিলবে জলপথে। ব্রহ্মপুত্র নদই জুড়বে অসমের সাত মন্দিরকে। পরিকল্পনা হয়ে গিয়েছে। অপেক্ষা শুধু বাস্তবায়নের। প্রকল্প বাস্তবায়িত হলে পর্যটকের কাছে তা হবে বিশেষ পাওয়া। ব্রহ্মপুত্রের বুকে ভেসেই একে একে দর্শন করা যাবে সাত-সাতটি মন্দির।অসম সরকার সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই জলপথের সম্প্রসারণ এবং পরিবহণ কাঠামো তৈরিতে বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রকের সবুজ সঙ্কেত মিলেছে। সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রে খবর, সাগরমালা প্রকল্পে অসমের সাত মন্দির ব্রহ্মপুত্রের দ্বারা জলপথে জুড়তে চলেছে। এ জন্য খরচ পড়বে ৬৪৫.৫৬ কোটি টাকা।