দেশ
img

উদ্ধার বিশাল পরিমাণ আগ্নেয়াস্ত্র।

নিজস্ব প্রতিনিধি:- ভারতীয় সেনা, অসম রাইফেলস এবং মণিপুর পুলিশের যৌথ উদ্যোগে উদ্ধার বিশাল পরিমাণ আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে কাংপোকপি জেলার লোইচিং রিজ অঞ্চলে অভিযান চালায় ভারতীয় সেনা, অসম রাইফেলস এবং মণিপুর পুলিশ। উদ্ধার হয় স্নাইপার, উন্নতমানের এম৭৯ গ্রেনেড লঞ্চার, দুটি ৯ মিলিমিটার পিস্তল, একটি সিঙ্গল ব্যারেল বন্দুক এবং আগ্নেয়াস্ত্রের ভাণ্ডার।ইতিমধ্যে উদ্ধার হওয়া সমস্ত আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে তুলে দেওয়া হয়েছে মণিপুর পুলিশের হাতে। অশান্ত মণিপুরে এর আগেও ভারতীয় সেনা অসম রাইফেলস এবং মণিপুর পুলিশের যৌথ উদ্যোগে উদ্ধার হয়েছিল বিশাল পরিমাণ আগ্নেয়াস্ত্র। আর কোন কোন জায়গায় আগ্নেয়াস্ত্র রাখা কি না তারও সন্ধান চলছে।