
নিজস্ব প্রতিনিধি:- দিল্লিতে একের পর এক স্কুলে বোমাতঙ্ক ছড়াল সোমবার সকালে। এখনও পর্যন্ত অন্তত দু’টি স্কুলের কথা জানিয়েছে দিল্লি পুলিশ। একটি দিল্লির আরকে পুরমে এবং অন্যটি পশ্চিম বিহার অঞ্চলে। উভয় ক্ষেত্রেই ইমেল করে ওই হুমকি দেওয়া হয়েছে। বোমাতঙ্ক ছড়াতেই উভয় স্কুলের কর্তৃপক্ষই পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেন। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে। স্কুল কর্তৃপক্ষের থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দু’টি স্কুলে পৌঁছে যায় দিল্লি পুলিশের দু’টি দল। সংবাদ সংস্থা এএনআই দিল্লি পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, ৪০টিরও বেশি স্কুলে বোমা থাকার হুমকি গিয়েছে। ঘটনায় ইতিমধ্যে তদন্তও শুরু করেছে পুলিশ। কে বা কারা স্কুলে ওই হুমকি ইমেল পাঠিয়েছে, তা খতিয়ে দেখছেন দিল্লি পুলিশের তদন্তকারী আধিকারিকেরা।