
বিহারের একটি কর্মসূচিতে গিয়েছিলেন পিকে। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময়ে তাঁকে জিজ্ঞাসা করা হয়, আগামী দিনে নির্বাচনে লড়াই করবেন কিনা। সেই প্রশ্নের জবাবে পিকে বলেন, "কেন আমি নির্বাচনে লড়াই করব, আমার এমন কোনও ইচ্ছাই নেই।" তিনি বলেন, "জেডিইউ নেতারা আমাকে তিরস্কার করতে পছন্দ করেন। আমি যেহেতু স্বাধীন পথ নিয়েছি। সেটা তাঁদের পছন্দ হয়নি। নীতীশ কুমারকে জিজ্ঞাসা করা উচিত যে আমাদের রাজনৈতিক বোঝাপড়া না থাকলে, আমি দুই বছর তাঁর বাসভবনে ঠিক কী করছিলাম।," ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময়ে হেরে যাওয়ায় নীতীশ কুমার মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিয়েছিলেন। কিন্তু এখন নীতীশ কুমার পদে থাকার জন্য যা কিছু নিয়ে আপোষ করতে পারেন।" "আমি আগে অনেকবার বলেছি। এখন আমি আবারও বলছি, যদি তাঁরা প্রতিশ্রুতি পূরণ করেন, তবে আমি প্রচার করা ছেড়ে দেব।"