

Dec 03, 2024
নিজস্ব প্রতিনিধি:- নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হল জম্মু-কাশ্মীরের শ্রীনগরে। মঙ্গলবার সকালে ডাচিগামের জঙ্গল থেকে ওই জঙ্গির গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।সোমবার রাতে পুলিশের কাছে খবর আসে শ্রীনগরের হারওয়ান এলাকায় ডাচিগাম জঙ্গলে এক দল সশস্ত্র জঙ্গিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। সেই খবর পাওয়ার পরই সেনার চিনার কোরের কাছে সেই বার্তা পৌঁছে দেয় পুলিশ। তার পরই রাতে শুরু হয় অভিযান। সেনা এবং পুলিশের যৌথবাহনী হারওয়ান এলাকায় পৌঁছে তল্লাশি চালায়। তখনই যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।তখনই দু’পক্ষের গুলির লড়াইয়ে এক জঙ্গির নিহত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।