
নিজস্ব প্রতিনিধি:- শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় ফেনগালের। এই নাম সৌদি আরবের দেওয়া। মৌসম ভবন জানিয়েছে, ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের ফলে হাওয়ার সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত। তামিলনাড়ু এবং পুদুচেরীর উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে। স্কুল, কলেজ, অফিস বন্ধ।মৌসম ভবন শুক্রবার বিকেলেই জানিয়েছিল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়ে গিয়েছে। দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর থেকে গত ছ’ঘণ্টায় তা ক্রমে উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। শনিবার সকালে চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিম এবং পুদুচেরি থেকে ১৮০ কিলোমিটার পূর্ব দিকে রয়েছে ঘূর্ণিঝড়।শনিবার বিকেলের মধ্যেই হবে ল্যান্ডফল।