img


হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে আবার হামলা চালাল ইজরায়েল


নিজস্ব প্রতিনিধি:- যুদ্ধবিরতি শুরু হয়েছে বুধবারেই। দুই পক্ষ তাতে রাজিও হয়েছে। কিন্তু বৃহস্পতিবার সকালেই বদলে গেল চিত্র। লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার ঘাঁটি লক্ষ্য করে আবার হামলা চালাল ইজ়রায়েল। পর পর ছ’টি বিস্ফোরণ ঘটানো হয়েছে লেবাননে। হিজ়বুল্লার বিরুদ্ধেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে তারা। ইজ়রায়েলের সেনাবাহিনীর দাবি, হিজ়বুল্লাকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করতে ।বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের ছ’টি জায়গায় বিস্ফোরণ হয়েছে বলে খবর। ট্যাঙ্কের মাধ্যমে ওই জায়গাগুলিতে গোলাবর্ষণ করেছে ইজ়রায়েলি সেনা। হামলার কথা স্বীকার করে নিয়ে ইজ়রায়েল ডিফেন্স ফোর্সের বক্তব্য, দক্ষিণ লেবাননে বৃহস্পতিবার সকাল থেকে বেশ কিছু এলাকায় হিজ়বুল্লাদের গাড়ি ঘুরতে দেখা যায়। যুদ্ধবিরতির মাঝেই তারা হামলার পরিকল্পনা চালাচ্ছিল বলে দাবি ইজ়রায়েলি বাহিনীর। সেই কারণেই পাল্টা হামলা চালানো হয়েছে।ইজ়রায়েলের হামলায় বৃহস্পতিবার দু’জনের আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে।