Nov 28, 2024
নিজস্ব প্রতিনিধি:- সিন্ড্রেলা দাস আরও এক বার দেখাল যে প্রত্যাবর্তন কী ভাবে করতে হয়। বিশ্ব যুব টেবল টেনিস প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠল সে। হারের মুখ থেকে ফিরে জিতল সিন্ড্রেলা। বিশ্ব প্রতিযোগিতায় বাংলার মেয়ের হাত ধরে একমাত্র পদকের আশা করছে ভারত।অনূর্ধ্ব-১৫ স্তরে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সিন্ড্রেলার প্রতিপক্ষ ছিল ফ্রান্সের নিনা গুয়ো ঝেং। ফ্রান্সের হয়ে খেললেও আদতে নিনা চিনের মেয়ে। তাকে ৪-৩ গেমে হারাল সিন্ড্রেলা। প্রথম গেমে টান টান লড়়াই চলছিল। শেষ দিকে আক্রমণাত্মক শট খেলে ১১-৯ পয়েন্টে প্রথম গেম জিতে যায় বাংলার মেয়ে।