img


সফর শেষ না করেই দেশে ফিরতে হচ্ছে শ্রীলঙ্কা দল


নিজস্ব প্রতিনিধি:- চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট এখনও কাটেনি। ২৯ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি। তার আগেই পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা। সফর শেষ না করেই দেশে ফিরে যাচ্ছে শ্রীলঙ্কা দল। রাজনৈতিক প্রতিবাদে উত্তাল ইসলামাবাদ। যার ফলে মঙ্গলবার একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ বাতিল হয়ে যায়। নিরাপত্তার কারণে শ্রীলঙ্কা এ দলকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই ঘটনার প্রভাব পড়তে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু নিজেদের দেশে পুরো টুর্নামেন্ট আয়োজন করার বিষয়ে অনড় পিসিবি। এই নিয়ে আগামী ২৯ তারিখ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তার আগে এই ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ। এরপর হয়তো আর হাইব্রিড মডেলে টুর্নামেন্ট করা ছাড়া কোনও পথ খোলা থাকবে না পাকিস্তান ক্রিকেট বোর্ডের সামনে।