
Nov 20, 2024
ঝাড়খণ্ডে শুরু দ্বিতীয় দফার ভোট গ্রহণ। ভোর থেকেই বুথে বুথে লাইন। গনতন্ত্রের উৎসবে সামিল সেখানকার অধিবাসীরা। বুধবার সে রাজ্যের মোট ৩৮ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। ৩৮ টি কেন্দ্রের মধ্যে রয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধানসভা কেন্দ্রও। এই কেন্দ্রগুলির মধ্যে বিজেপি প্রার্থী দিয়েছে ৩২ টি আসনে। তাঁর সহযোগী এজেএসইউ ছ'টি আসনে। অন্যদিকে ইন্ডিয়া জোটের মধ্যে জেএমএম ২০ টি আসনে, কংগ্রেস ১৩ টি আসনে এবং কমিউনিস্ট পার্টি চারটি আসনে এবং আরজেডি দুটো আসনে প্রার্থী দিয়েছে। শুধু হেমন্ত সোরেনই নন, এবারের বিধানসভায় প্রার্থী হয়েছে, তাঁর স্ত্রী এবং ভাইও। তাদের কেন্দ্রগুলোতেও ভোটগ্রহণ বুধবার।