
নিজস্ব প্রতিনিধি:- ১৮ তারিখ অর্থাৎ সোমবার জি ২০ সম্মেলন শুরু হচ্ছে । দু'দিন ব্যাপী চলা এই অনুষ্ঠানে যোগ দিতে সোমবার সকালেই ব্রাজিলের রিও ডি জেনেরিওতে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পৌঁছনোর পরই নিজের এক্স হ্যান্ডেলে সে কথা লিখে টুইট করেছেন তিনি।গত বছর এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ভারতের রাজধানী দিল্লিতে। এবার ১৯ তম জি ২০ অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিলে। এই সম্মেলনে যোগ দিতে আসছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। এবারের থিম বিল্ডিং এ ন্যাস্ট ওয়ার্ল্ড অ্যান্ড এ সাসটেইনেবল প্ল্যানেট। গতবারের থিম ছিল এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত। মূলত বিশ্ব অর্থনীতিকে সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য সমস্ত দেশের এক মঞ্চে সমবেত হয় এই জি ২০ সামিটে।