বিদেশ
img

ফের পৃথিবীর বুকে ফিরতে পারে ডাইনাসোর

নিজস্ব প্রতিনিধি:-ফের পৃথিবীর বুকে ফিরতে পারে ডাইনাসোর। ভাবলেই অবাক হয়ে যেতে হয়। তবে বিজ্ঞানীরা এই চেষ্টাতেই ব্যস্ত। তবে এই খবর পড়ে চিন্তার কোনও কারণ নেই। এই সমস্ত ডাইনাসোর করা হবে রোবট হিসাবে। শুধু ডাইনাসোর নয়, বেশ কয়েকটি প্রাচীন প্রাণীকে ফের একবার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসার কাজ করছেন বিজ্ঞানীরা।পৃথিবীতে একসময় দাপটে নিজেদের রাজত্ব করেছিল ডাইনাসোর। তারপর প্রকৃতির নিয়মে তারা বিলুপ্ত হয়ে যায়। বিজ্ঞানীরা মনে করেন হাজার হাজার বছর আগে হারিয়ে যাওয়া এই প্রাণীগুলি আজও মানুষের কাছে সমান রহস্যময়। তাই ফের যদি রোবটের আকারে এদের ফিরিয়ে আনা যায় তাহলে বর্তমান সমাজ ফের নতুন করে এদের বিষয়ে জানতে পারবে। এমনকি জুরাসিক পার্কের মত একটি পার্ক করার কথাও ভাবছেন বিজ্ঞানীরা। এখানে ডাইনাসোরের জন্ম থেকে শুরু করে বড় হওয়া সবই থাকবে এখানে।