
নিজস্ব প্রতিনিধি:-মুম্বাই দল ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গেছেন। বৃহস্পতিবার সকালে তারা এম বি বি মাঠে অনুশীলনও করেন। নিম্নচাপে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আজ মুম্বাই দল অনুশীলন করে যাওয়ার পর পুরো মাঠ ত্রিপল দিয়ে ঢেকে দেয় মাঠ কর্মীরা। এদিকে যেহেতু মুম্বাই দলে তারকা প্লেয়ার রয়েছে সেকথা মাথায় রেখে মাঠে দর্শক দের সমাগম হতে পারে সেদিকে লক্ষ্য রেখে আজ মাঠের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে যান এডিশনাল এসপি আরবান।যেকোনো মূল্যে যেন খেলা অনুষ্ঠিত করা যায় সে ব্যাপারে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান টি সি এর সম্পাদক সুব্রত দে।বিনা টিকিটেই মুম্বাই এবং ত্রিপুরার মধ্যে এই ম্যাচ দর্শকরা উপভোগ করতে পারবে বলেও জানান টি সি এ সম্পাদক। এখন অপেক্ষা ২৬ অক্টোবরের যেদিন থেকে শুরু হবে মুম্বাই ও ত্রিপুরার মধ্যে রঞ্জি ম্যাচের। এখন বৃষ্টি না হলে অপেক্ষা উত্তেজনাপূর্ণ একটি খেলা দেখার।