খেলা
img

আগরতলা এম.বি. বি মাঠে অনুষ্ঠিত হবে মুম্বাই বনাম ত্রিপুরা রঞ্জি ট্রফি ম্যাচ।

নিজস্ব প্রতিনিধি:-২৬ শে অক্টোবর থেকে আগরতলা  এম বি বি মাঠে অনুষ্ঠিত হতে চলেছে মুম্বাই বনাম ত্রিপুরা রঞ্জি ট্রফি ম্যাচ l ম্যাচের আগে বৃহস্পতিবার এম বি বি মাঠে উভয় দল -কে  নেট প্র্যাকটিস করতে দেখা গেল । মুম্বাই দলের হয়ে আজতক রাহানে, সার্ধুল ঠাকুর সহ একাধিক তারকা খেলোয়াড় রয়েছে যারা আগামী ২৬ তারিখ থেকে এম বি বি মাঠে খেলতে দেখা যাবে।