Oct 19, 2024
নিজস্ব প্রতিনিধি:- শোকের ছায়া টলিউডে। প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দেবকুমার বসু । বয়স হয়েছিল ৯১ বছর। শুক্রবার শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।মাতামগি মণিপুর' ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন দেবকুমার। বাংলার থেকে বেশি উত্তর পূর্ব ভারতে বেশি কাজ করেছেন পরিচালক। তবে বাংলা ছোটপর্দার ইতিহাসে থেকে যাবেন এই বর্ষীয়ান পরিচালক। সৌজন্যে নয়ের দশকে ছোটপর্দার জনপ্রিয় বাংলা ধারাবাহিক 'বিবাহ অভিযান'। সেই ধারাবাহিকের পরিচালক ছিলেন তিনি।