খেলা
img

.তৃতীয় দিনের শেষে ১২৫ রানে এগিয়ে নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিনিধি:- ৩৫৬ রানের বিশাল লিড মাথায় নিয়ে ব্যাট করতে নেমে কোহলি, সরফরাজের পার্টনারশিপ ম্যাচে ফেরাল ভারতকে। তৃতীয় দিনের শেষে এখনও ১২৫ রানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। শেষবেলায় গ্লেন ফিলিপসের বলে বিরাট কোহলির উইকেট বেশ খানিকটা ব্যাকফুটে ঠেলে দিল ভারতকে।রোহিত, জয়সওয়াল আউট হওয়ার পর কোহলি এর সরফরাজ ম্যাচে ফেরান। অপেক্ষাকৃত ব্যাটিং সহায়ক উইকেটে স্বচ্ছন্দ লাগছিল দুজনকে।বেশ ভাল গতিতেই রান তুলছিলেন দুজনে। কিন্তু দিনের শেষ ওভারে গ্লেন ফিলিপসের গুড লেন্থের বল আন্দাজের চেয়ে খানিকটা বেশি লাফিয়ে ওঠে।