img


ত্রিপুরা রেগা কর্মচারী সংগঠন ;রাজ্য সরকারকে ধন্যবাদ জানালো


নিজস্ব প্রতিনিধি:-রেগা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানালো ত্রিপুরা রেগা কর্মচারী সংগঠনের কুমারঘাট ব্লক সেল কমিটি। উল্লেখ্য চলতি বছরের পয়লা সেপ্টেম্বর থেকে রাজ্যের রেগা কর্মচারীদের জন্য ৫ শতাংশ বেতনভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এতে খুশির হাওয়া বইছে  রাজ্যের রেগা কর্মচারীদের মধ্যে। এনিয়ে রেগা কর্মচারী সংগঠন ঊনকোটি জেলার কুমারঘাট ব্লক সেল কমিটির উদ্যোগে রাজ্য সরকারকে ধন্যবাদ জানাতে কুমারঘাটে এক সভায় মিলিত হয় রেগা কর্মচারীরা। কর্মচারীদের প্রতি রাজ্য সরকার এই মানবিক মুখ দেখানোয় সভা থেকে সরকারকে ধন্যবাদ জানায় রেগা কর্মচারী সংগঠনের কুমারঘাট ব্লক সেল কমিটি।এদিনের ধন্যবাদ জ্ঞাপন সভায় উপস্থিত ছিলেন রাজ্য রেগা কর্মচারী সংগঠনের সহ সভাপতি নিপেন্দ্র সরকার, সদস্য সুদিপ দে, ব্লক সেল কমিটির সম্পাদক অরূপ রুদ্রপাল, সদস্য রঞ্জিত হোম সহ অন্যান্যরা।