
নিজস্ব প্রতিনিধি :- টি এফ এ কার্যালয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, সহ সম্পাদক তপন সাহা ,কৃষ্ণপদ সরকার, ফুটবল এসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী , সহ-সভাপতি অমিত দেব সহ অন্যান্যরা। গতকাল রামকৃষ্ণ ক্লাব ও ব্লাড মাউথ ক্লাবের খেলা কে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। এই ঘটনায় টি এফ এ কি ব্যবস্থা নিয়েছে সে বিষয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার। তাছাড়াও রাজ্যের ২৯ তম সিনিয়র জাতীয় মহিলা ফুটবল আসর নিয়ে তথ্য তুলে ধরেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী।