খেলা
img

নাইন বুলেট কে পরাজিত করে লিগে জয় জুয়েলস্ এসোসিয়েশন

নিজস্ব প্রতিনিধি:-শ্যাম সুন্দর কোং চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ক্লাব লিগ ফুটবল আসরে শক্তি শালী নাইন বুলেট কে পরাজিত করে লিগে প্রথম জয়ের স্বাদ পেলো জুয়েলস্ এসোসিয়েশন।  বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনের প্রথম ম্যাচে নাইন বুলেট কে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে  লিগে প্রথম জয় তুলে নেয় জুয়েলস্ এসোসিয়েশন।  ম্যাচে জুয়েলস্ এসোসিয়েশন এর হয়ে জোড়া গোল করে  রোহিত সিং। বিপরীতে নাইন বুলেট ক্লাবের হয়ে ১ টি গোল করে  এল.হিমা।