খেলা
img

সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় ব্লাডমাউথ ক্লাবের ফুটবলার

 নিজস্ব প্রতিনিধি:- রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় লালবাহাদুর ব্যায়ামাগার ও ব্লাড মাউথ ক্লাব। এদিনের ম্যাচটি ছিলো উভয় দলের কাছে সুপারে যাওয়ার  রাস্তাটা মসৃণ করার। কিন্তুু ব্লাডমাউথ ক্লাবের কাছে ২-০ গোলে পরাজিত হওয়ায় সুপারে যাওয়ার অন্ক কঠিন হয়ে দাঁড়ালো লালবাহাদুরের কাছে। লিগে লালবাহাদুর ক্লাবের সংগ্রহে রয়েছে ৫ ম্যাচে ৭ পয়েন্ট। যদিও লিগে আরো ৪ টি ম্যাচ রয়েছে লালবাহাদুরের কাছে। লিগে লালবাহাদুরের পরবর্তী ম্যাচ ১৯ সেপ্টেম্বর এগিয়ে চলো সংঘ, ২২ সেপ্টেম্বর নাইন বুলেট ক্লাব, ২৪ সেপ্টেম্বর ফরওয়ার্ড ও ২৭ সেপ্টেম্বর টাউন ক্লাবের বিরুদ্ধে।  সুপারে দৌড়ে টিকে থাকার জন্য কিংবা সুপারে জায়গা করার জন্য লালবাহাদুরের পরবর্তী ৪ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। অন্যদিকে ব্লাড মাউথ ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সুপারের যাওয়ার রাস্তাটা মসৃণ করে নেয়। এদিনের ম্যাচে ব্লাডমাউথ ক্লাবের হয়ে ৩২ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করে  জিষ্ণু পি। এবং দ্বিতীয় গোল টি করে ম্যাচের ৫১ মিনিটে অমিত জমাতিয়া । ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় ব্লাডমাউথ ক্লাবের ফুটবলার বুলেমনি জমাতিয়া। ম্যাচের সেরা ফুটবলারের হাতে পুরস্কার তুলে দেন স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য।