
Sep 12, 2024
নিজস্ব প্রতিনিধি:- প্রতিবছরের ন্যায় এবছরো বাঁধারঘাট দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের উদ্যোগে আয়োজন করা হচ্ছে ফাইভ-এ সাইড মেগা ফুটবলের আসর। গত ২৪-২৬ আগষ্ট বাঁধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে প্রতিযোগিতাটি হওয়ার কথা থাকলেও রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ এর কারনে প্রতিযোগিতাটি আয়োজন করা সম্ভব হয়নি। যার ফলে আয়োজক কমিটির সিদ্ধান্ত নিয়েছিলো ১৩ সেপ্টেম্বর তথা শুক্রবার থেকে ৩ দিন ব্যাপী এই মেগা ফুটবলের আসরের আয়োজন করবে। আসর কে সামনে রেখে গুড মর্নিং ফুটবল ক্লাবের কর্মকর্তারা মাঠ তৈরি করার কাজে হাত দিয়েছেন। বাঁধারঘাট দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের যুগ্ম আহ্বায়ক সাংবাদিকের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।