
নিজস্ব প্রতিনিধি:- গত শনিবার ভিয়েতনামের উত্তর-পূর্ব উপকূলে আছড়ে পড়ে ইয়াগি। ভয়ানক টাইফুনের প্রভাবে লক্ষাধিক পরিবার ও কোম্পানির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। রাস্তাঘাট কার্যত জলে ভেসে গিয়েছে। ব্যাহত হয়েছে টেলিফোন পরিষেবা।মাঝারি আকারের সেতু, হাজার হাজার গাছ ভেঙে পড়েছে। উত্তর পূর্ব ভিয়েতনামের উপকূলীয় শহর হাইফংয়ের ইকো পার্ক এবং স্থানীয় কারখানার কর্মীরা জানিয়েছেন, ঝড়ের পর থেকেই বিদ্যুৎ নেই কারখানায়। টানা বৃষ্টিতে কারখানা থেকে যন্ত্রপাতি উদ্ধার করার চেষ্টা করছেন কর্মীরা। ডিইইপি সি ইন্ডাস্ট্রিয়াল জোনের প্রধান ব্রুনো জাসপের্ট জানিয়েছেন, কর্মীরা প্রত্যেকে সাইটগুলিকে অক্ষত রাখার চেষ্টা করছেন। দক্ষিণ কোরিয়ার একটি সংস্থার শাখা ছিল উত্তর পূর্ব ভিয়েতনামের হাইফংয়ে। সেই কারখানার গোটা দেওয়াল ধসে পড়েছে টাইফুনের প্রভাবে। তবে এর প্রভাবে কারখানার কোনও কর্মীরা আহত হননি।ভিয়েতনামের দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান হং সান জানান, কারখানার ভেতরে থাকা ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ একাধিক ইলেকট্রনিক্স সরঞ্জাম বৃষ্টিতে ভেসে গিয়েছে। সোমবার ফু থো প্রদেশে ভেঙে পড়েছে গোটা একটি সেতু। ভিয়েতনাম সরকার পরিচালিত বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ইভিএনের তরফে জানানো হয়েছে, সপ্তাহান্তে ৫.৭ মিলিয়নেরও বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রাত কাটাচ্ছেন। কয়েক ডজন বিদ্যুতের লাইন ভেঙে গিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ ফেরানোর চেষ্টা করা হচ্ছে।