বিদেশ
img

রাশিয়ার হাসপাতালে ১৭ কেজি ওজনের এক বিড়াল

নিজস্ব প্রতিনিধি:- হাসপাতালের বেসমেন্ট থেকে উদ্ধার করা হয় ক্রুম্বস নামের ওই বিড়ালটিকে।অনুমান করা হয়, পূর্বতন মালিক বিড়ালটিকে সেখানে ছেড়ে দিয়ে গিয়েছিলেন। তখন ক্রুম্বসের দায়িত্ব নেন হাসপাতালের কর্মীরাই। বিস্কুট, স্যুপ সহ পুষ্টিজাত খাবার খেয়ে ক্রমশ ওজন বাড়তে থাকে বিড়ালটির। বাড়তে বাড়তে সেটা এমন জায়গায় গিয়ে পৌছায় হাটা তো দূরের কথা, সামান্য নড়াচড়া করতেই কষ্ট হত ক্রুম্বসের। তারপর বিড়ালটিকে নিয়ে যাওয়া হয় পার্ম শহরের এক পশু চিকিৎসকের কাছে।ওজনের কারণে ক্রুম্বসের শরীরে এতটাই চর্বি জমে গিয়েছিল তা ভেদ করা আল্ট্রা সাউন্ড করা সম্ভব হয়নি চিকিৎসকের পক্ষে। আপাতত কড়া ডায়েটে রাখা হয়েছে বিড়ালটিকে। শুধু তাই নয়, ওজন কমাতে হাঁটানো হচ্ছে ট্রেডমিলেও। স্থানীয়দের মতে, ক্রুম্বসের গল্পটা অত্যন্ত বিরল ঘটনা।পোষ্যকে কতটা ভালোবেসে ফেললে তাকে খাইয়ে দাইয়ে এই ওজনের করে দেওয়া যায়। চিকিৎসকের প্রাথমিক লক্ষ্য, বিড়ালটির ওজন বর্তমানের থেকে তিন চতুর্থাংশ কমানো। স্বাস্থ্যকর ডায়েট দেওয়া হয়েছে তাকে। পাশাপাশি চলছে নিয়মিত অনুশীলন।