বিদেশ
img

পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিন

শেখ হাসিনা এবং তাঁর বোন ঢাকার বাসভবন গণভবন ছেড়ে কুর্মিটোলা এয়ারবেসে পৌঁছেছেন। সেখান থেকে তিনি দেশ ছাড়ছেন বলে খবর সূত্র মারফত। ইতিমধ্যেই গণভবনে বিক্ষোভকারীরা ঢুকে পড়েছে। ঠিক যেমন চিত্র দেখা গিয়েছিল শ্রীলঙ্কার ক্ষেত্রে।শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গিয়েছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। কিন্তু তিনি সে সুযোগ পাননি। ছাত্রদের দাবি মেনে নিয়ে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে৷বাংলাদেশ ছেড়ে ভারতেই আশ্রয় নিলেন শেখ হাসিনা৷ এ দিন দুপুরে বাংলাদেশ থেকে হেলিকপ্টারে করে ত্রিপুরার রাজধানী আগরতলায় এসে পৌঁছন শেখ হাসিনা৷ হাসিনা যে আগরতলায় এসেছেন, ইতিমধ্যেই ত্রিপুরা পুলিশের পক্ষ থেকেও তা স্বীকার করা হয়েছে৷ কিছুক্ষণের মধ্যেই আগরতলায় পৌঁছন তিনি৷ সূত্রের খবর, আগরতলার সার্কিট হাউজে উঠেছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী৷ হাসিনার চপার আগরতলায় পৌঁছনোর পরই বিমানবন্দর থেকে সার্কিট হাউজ পর্যন্ত রাস্তাও বন্ধ করে দেওয়া হয়৷কিছুক্ষণ আগেই বাংলাদেশের সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন৷ ছাত্রদের দাবি মেনে নিয়ে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে৷ ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দখল নিয়েছে জনতা৷ এমন কি, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিও ভাঙার ছবিও ধরা পড়েছে৷