
Aug 01, 2024
নিজস্ব প্রতিনিধি:-।৭ মাসের অন্তঃসত্ত্বা তারপরেও অংশ নিয়েছেন অলিম্পিক্সে। এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল গোটা বিশ্ব। মহিলাদের ফেন্সিংয়ের প্রথম ম্যাচে বিশ্বের ১০ নম্বর এলিজাবেথ টারটাভোস্কিকে পরাজিত করেন মিশরীয় নাদা হাফেজ ।অন্তঃসত্ত্বা অবস্থায় ফেন্সিংয়ের মতো খেলায় অংশগ্রহণ! নাদার পোস্টের পর শোরগোল পড়ে গিয়েছে ক্রীড়ামহলে। অনেকেই তাঁর লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন। ফেন্সিংয়ের প্রতি তাঁর আবেগের কথা ঘুরছে ক্রীড়াপ্রেমীদের মুখে মুখে। প্রথম ম্যাচে টারটাকোভস্কির বিরুদ্ধে ১৫-১৩ ব্যবধানে জিতেছিলেন নাদা। রাউন্ড অফ ১৬-এ জিওন হাউংয়ের বিরুদ্ধে ম্যাচ হারলেও তাঁর আগ্রাসী মনোভাব নজর কেড়েছে দর্শকদের।