
Nov 12, 2022
হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে আজ বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগণনা হবে ৮ ডিসেম্বর। ওই রাজ্যে মোট ৬৮টি বিধানসভা আসনে এক দফায় ভোট হচ্ছে। প্রায় ৫৫ লাখ ভোটারের রায়ে ভাগ্য নির্ধারণ হবে ৪১২ জন প্রার্থীর। আজকের ভোটে নরেন্দ্র মোদির দল স্লোগান তুলেছে ‘রাজ নেহি রেওয়াজ বদলো’।