
Dec 03, 2022
জার্মান বিদেশমন্ত্রী আনালেনা বেয়ারবক আগামী ৫ ডিসেম্বর থেকে দুই দিনের ভারত সফরে আসছেন বলে বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে। দুই দেশ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে তাঁর এই সফর বলেও মন্ত্রক জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিকদের বলেন, বেয়ারবক সোমবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং পারস্পরিক স্বার্থের বৈশ্বিক বিষয়ে আলোচনা করবেন। ভারতে জার্মান রাষ্ট্রদূত ফিলিপ অ্যাকারম্যান বৃহস্পতিবার জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন।