
Dec 03, 2022
অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে নিয়োগের প্রথম ব্যাচে ভারতীয় নৌসেনায় যোগ দিয়েছেন ৩৪১ জন মহিলা। শনিবার এ কথা জানিয়েছেন, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। প্রথম ব্যাচে নৌসেনা মোট ৩,০০০ অগ্নিবীর নিয়োগ করেছে। পরবর্তী পর্যায়ে ভারতীয় নৌসেনায় অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে নিয়োগ আরও বাড়বে বলে জানান তিনি।কয়েক মাস আগেই ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হয়েছিল, প্রথম ব্যাচের অগ্নিবীরদের মধ্যে অন্তত ১০ শতাংশ মহিলা নিয়োগ করা হবে। অর্ডন্যান্স, ইলেকট্রিক্যাল এবং নেভাল এয়ার মেকানিক্স, কমিউনিকেশনস (অপারেশনস) এবং কমিউনিকেশনস (ইলেক্ট্রনিক্স ওয়ারফেয়ার)-এ মহিলাদের নিয়োগ করা হচ্ছে। এ ছাড়া নৌ গোলন্দাজ বাহিনীতেও নিয়োগ করা হচ্ছে মহিলাদের।