বিনোদন
img

বিশ্বের সবচেয়ে দামি জল,দাম শুনলেই আঁতকে উঠতে হবে!

নিজস্ব প্রতিনিধি:- জল ই জীবন। জল ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। ১ লিটার জল কিনতে আমাদের খুব বেশি হলে ২০ বা ৩০  টাকা খরচ হয়। কিন্তু সেই জলের বোতলের দাম যদি হয় ৪৪ লক্ষ টাকা! শুনেই অবাক হচ্ছেন তো? আমাদের পৃথিবীতে এমনও জল আছে যার এক বোতলের দাম ৪৪ লক্ষ টাকা। কেমন সেই জল? কোথায় পাওয়া যায়? গিনিস বুক অফ রেকর্ডে ২০১০ সালে সবচেয়ে ব্যয়বহুল জল হিসেবে ঘোষণা করা হয়। ভাবছেন তো কেন এই বোতলটির দাম মাত্র ছাড়া? এই বোতলটি পুরোটাই মুড়ে ফেলা হয়েছে ২৪ ক্যারেট  সোনায়। এছাড়া রয়েছে প্লাটিনাম আর ডায়মন্ড। আর এই বোতলটি তৈরি করেছেন বিখ্যাত বোতল ডিজাইনার ফার্নান্দো আলতামিরানো। প্রয়াত ইতালীয় শিল্পী এমেডিও ক্লেমেন্টে মোদিগ্লিয়ানিকে শ্রদ্ধা জানাতেই এই বোতল বানিয়েছেন ফার্নান্দো। এই জলে মেশানো থাকে একেবারে প্রাকৃতিক ঝর্ণার জল। যা নিয়ে আসা হয় ফ্রান্স ও ফিজি থেকে। এছাড়াও এতে মেশানো হয় ৫ গ্রাম ২৩ ক্যারেট সোনার ভস্ম। সঙ্গে থাকে আইসল্যান্ডের হিমবাহের জল। আর এই সোনা যখন প্রাকৃতিক জলের সঙ্গে মেশে তখন তার ক্ষারত্ব  যেমন বাড়ে তেমনই কিন্তু বিশ্বের অন্য যে কোন পানীয় থেকেও বেশি শক্তিশালী হয় এই জল। সেই সঙ্গে এর উপকারিতা ও অনেক বেশি। এই জল পান করলে কোনদিন কোন ধরনের হজমের সমস্যা আসবে না ।সেই সঙ্গে এই জলের স্বাদ ও অন্য জলের থেকে আলাদা। এই জল পান করলে এনার্জি পাওয়া যায়, ওজন কমে, ত্বক ভালো থাকে। এমনকি তেষ্টা মেটানোতে ও এর জুরি মেলা ভার। এমনটাই দাবি এই জল প্রস্তুতকারক সংস্থা। জলের স্বাদ ও বিশুদ্ধতার জন্য তো বটেই ,বোতলে কারুকার্যের জন্য বিশ্বে এর জনপ্রিয়তা রয়েছে যথেষ্ট। তাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারপার্সেন এবং ডাইরেক্টর নীতা আম্বানি নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য এই জল পান করেন।