
নিজস্ব প্রতিনিধি:- ত্রিপুরা চা শিল্পের উন্নয়নে এবং সর্বস্তরে 'ত্রিপুরার চা' এর গ্রহনযোগ্যতা বৃদ্ধি ও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে, প্রতিবছরের ন্যায়, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে ও ভারতীয় চা পর্ষদের সহায়তায় এবারও রাজ্যের সর্বস্তরের ক্রীড়াবিদদের উৎসাহিত করার লক্ষ্যে আগামী ১১ মার্চ সকালে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীর প্রাঙ্গন থেকে ' উন্মুক্ত ক্রস কান্ট্রি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় ছেলেদের জন্য ৫ কিলোমিটার এবং মেয়েদের জন্য ৩ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হবে। এই অনুষ্টানের উদ্বোধন করবেন মেয়র দীপক মজুমদার। এই অনুষ্ঠান কে কেন্দ্র করে প্রায় দুইশতাধিক ছেলে মেয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন। ১ম থেকে ১০ম স্থানাধিকারী ছেলে ও মেয়ে উভয় ক্যাটাগরিতে আর্থিকরাশি পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করা হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের যথাক্রমে, ১ম পুরস্কার ৩৫০০ টাকা, ২য় পুরস্কার- ২৫০০ টাকা, ৩য় পুরস্কার ২০০০ টাকা, ৪র্থ পুরস্কার ১৫০০ টাকা এবং ৫ম থেকে ১০ম স্থানাধিকারী সকলকে ১০০০ টাকা করে পুরস্কার প্রদান করা হবে।এছাড়া ১২ মার্চ সকালে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরী থেকে রান ফর টি উপলক্ষে একটি ওপেন র্যালীর আয়োজন করা হয়েছে। যেখানে প্রায় ২০০০ জন সমাজের বিভিন্ন স্তরের নাগরিকরা অংশগ্রহন করবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন। তাছাড়া উপস্থিত থাকবেন শিল্প ও বানিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, মেয়র দীপক মজুমদার, শিল্প ও বানিজ্য দপ্তরের সচিব কিরন গিত্যে, শিল্প ও বানিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি. সহ অন্যান্য সন্মানিত অথিতিবৃন্দ। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান, আইনজীবী সমীর রঞ্জন ঘোষ।