বিনোদন
img

লাইফস্টাইলের বিস্তর ফারাক দুই সহোদরার

নিজস্ব প্রতিনিধি:- অম্বানি পরিবারের হাল হকিকত সবারই জানা। নীতা আম্বানির কতগুলি গাড়ি রয়েছে ,কার ডিজাইন করা পোশাক তিনি পড়েন সব খবর ঠিক সময় পৌঁছে যায় ভক্তদের কাছে। কিন্তু জানেন কি এত ধনী পরিবারের অত্যন্ত কাছের এক আত্মীয় নিতান্ত সাদামাটা জীবন কাটান? তিনি হলেন নিতা আম্বানির বোন মমতা দালাল। বোন মমতা অনেকটা নিতার মতোই দেখতে। দু'বোনের মুখের অনেক মিলও রয়েছে। কিন্তু এটাও ঠিক যে মুখ দেখেই দুজনের মাঝে লাইফ স্টাইল এর বিস্তর ফারাকটা ও সহজে বোঝা যায়। সাধারণত কোন ও অনুষ্ঠান ছাড়া খুব বেশি সাজগোজ ও করেন না মমতা। মুম্বাইয়ে জন্ম মমতা দালালের। মমতা লাইমলাইট থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখেন। অম্বানি পরিবারের যে কোন অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকলেও ক্যামেরায় খুব একটা ধরা দেন না। বাবা রবীন্দ্র ভাই দালাল এবং মা পূর্ণিমা দালাল। তার সম্বন্ধে শুধুমাত্র এটুকু তথ্যই রয়েছে। তার পড়াশুনা, ব্যক্তিগত জীবন, বিয়ে করেছেন কিনা, সন্তান রয়েছে কিনা এগুলোর কিছুই জানা যায় না। মমতা দলের জীবনধারণ ও একেবারেই সাধারণ। অম্বানি পরিবারের গ্ল্যামারের ঝলক তার মধ্যে একেবারেই নেই। মমতা দালাল একজন শিক্ষিকা। ধীরু ভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে তিনি পড়ান। জানা যায় নীতা অম্বানী ও বিয়ের আগে একজন শিক্ষিকা ছিলেন। মমতা দালাল শুধুমাত্র ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষকতাই করেন না, তিনি স্কুল এডমিনিস্ট্রেটর ও।