
নিজস্ব প্রতিনিধি:- অম্বানি পরিবারে আবারও বিয়ের সানাই বেজে উঠেছে। গাঁটছড়া বাঁধতে চলেছেন অম্বানি পরিবারের কনিষ্ঠপুত্র অনন্ত অম্বানি। গত বছর ২০২৩ সালেই রাধিকা মার্চেন্টের সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছিল অনন্ত অম্বানির। এবার দুজনের গাঁটছড়া (Anant Radhika Wedding) বাধার সময়। আগামী মাসেই চার হাত এক হবে অনন্ত রাধিকার। বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। বিরাট জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হতে চলেছে অনন্ত-রাধিকার বিয়েকে ঘিরে। এরই মধ্যে জানা গেল বিল গেটস, মার্ক জুকেরবার্গও নাকি থাকবেন এই বিয়ের নিমন্ত্রিত অতিথির তালিকায়।এই বছর জুলাই মাসের ১২ তারিখে গাঁটছড়া বাঁধবেন অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্ট। আর সেই বিয়েতে বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। অম্বানির ছেলের বিয়ে বলে কথা ! বিশ্বের সমস্ত বিজনেস টাইকুনরা থাকবেন সেই বিয়েতে অতিথি হিসেবে।অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে (Anant Radhika Wedding) উপস্থিত থাকবেন মেটা সিইও মার্ক জুকেরবার্গ, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, মর্গ্যান স্ট্যানলির সিইও টেড পিক থেকে শুরু করে বলিউডের বহু তারকাও উপস্থিত থাকবেন সেই বিয়েতে। এছাড়াও থাকবেন ডিজনি সিইও বব ইগার, ব্ল্যাকরক সিইও ল্যারি ফিঙ্ক, অ্যাডনক সিইও সুলতান আহমেদ আল জাবের, এল রথসচাইল্ডের চেয়ারম্যান লিন ফরেস্টার ডি রথসচাইল্ড প্রমুখরা। জানা গিয়েছে সমস্ত তারকাদের চার্টার্ড বিমানে করে নিয়ে আসা হবে জামনগরে।তিনদিনে সেই প্রাক বিবাহ অনুষ্ঠানে মূলত থিমের উপর গড়ে উঠবে। আম্বানি পরিবার ইতিমধ্যেই একটি টিম নাইট আয়োজন করার পরিকল্পনা করেছে যেখানে দেশীয় রীতিতে অতিথিদের সকলে এবং আম্বানি পরিবারের সকলেই বিশেষ পোশাকে সেজে উঠবেন।1 মার্চ সকাল আটটা থেকে দুপুর একটার মধ্যেই সমস্ত অতিথি বৃন্দ জাম নগরে পৌঁছে যাবেন বলেই জানা গিয়েছে।প্রথম দিন থিম নির্ধারণ করা হয়েছে 'অ্যান ইভিনিং এন্ড এভারল্যান্ড' যেখানেএকটা দারুন ককটেল পার্টি আয়োজন করা হবে। দ্বিতীয় দিনের থিম হল 'এ ওয়াক অন দ্যা ওয়াইল্ডসাইড।'একটা সাফারির অভিজ্ঞতা হবে অতিথিদের। সবশেষে তৃতীয় দিনে 'টাস্কার টেইলস 'এবং 'হস্তাক্ষর' নামে দুটো ইভেন্ট আয়োজিত হবে।