
নিজস্ব প্রতিনিধি:- রবিবার মোহনপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত অটল স্মৃতি নক আউট ক্রিকেট টুর্নামেন্ট মোহনপুর দ্বাদশ শ্রেণীর স্কুল বিদ্যালয়ের মাঠে শুভারম্ভ হয়। এই টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। সাথে ছিলেন মোহনপুর মন্ডলের নেতৃত্ব সহ এই খেলার কমিটির সভাপতি জয়লাল দাস ,চেয়ারম্যান নির্মল দেব ওরফে মহাদেব। খেলার চ্যাম্পিয়ন এর জন্য পালসার বাইক দেবে মেসার্স জয় গুরু মোটরসের কর্ণধার সমীর দেব রতন ঘোষ। এবং রানার্স এর জন্য স্কুটি দিয়েছেন লক্ষ্মী মটরসের কর্ণধার সজল দেব। এদিনের এই খেলায় যে ম্যান অফ দ্যা ম্যাচ হবে তার জন্য পুরস্কার হিসেবে বাইসাইকেল প্রদান করেছে ঠিকেদার দীপজীৎ পাল ওরফে রকি। জানা যায় পরীক্ষা মরসুমে যেইদিন পরীক্ষা হবে না সেইদিনেই এই স্কুল মাঠে খেলার আয়োজন করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের পড়াশুনার কোন রকম অসুবিধা না হয় সেই দিকটা খেয়াল রেখেছে মোহনপুর মন্ডল। মন্ত্রী বলেন খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মধ্যে প্রত্যেকের দৈহিক ও মানসিক দৃঢ়তার পাশাপাশি এই খেলাধুলার মধ্য দিয়ে জাতি ধর্ম ও রাজনীতির ঊর্ধ্বে উঠে একটি ঐক্যের বাতাবরণ তৈরি হয়। বর্তমানে আমাদের রাজ্যে যুবক সমাজদের মধ্যে যে নেশায় আচ্ছন্নতা বৃদ্ধি পাচ্ছে সেটা থেকে পরিত্রাণ পেতেও খেলাধুলার ভূমিকা অপরিসীম জানালেন মন্ত্রী রতন লাল নাথ। আজকের খেলায় দুটি টিম হল ভোলাগিরি প্লে সেন্টার ভার্সাস সিমনা একাদশ।