স্বাস্থ্য
img

জিবি হাসপাতালের সাপ্তাহিক সাংবাদিক বৈঠক

নিজস্ব প্রতিনিধি:- প্রতি সপ্তাহের মত এই বৃহস্পতিবারেও জিবি হাসপাতালের উন্নয়নের হাল হকিকত তুলে ধরার চেষ্টা করলেন জিবি হাসপাতাল পরিচালন কর্তৃপক্ষ। এদিন জিবির স্বাস্থ্য পরিষেবার  কার্ডিয়লজি বিভাগের বিভিন্ন ধরনের সাফল্যের কথা তুলে ধরেন কার্ডিওলজিস্ট ডক্টর অনিন্দ্য সুন্দর ত্রিবেদী।তিনি বলেন, ২০২৪ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের এখনো পর্যন্ত জিবি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ৭০ জনের অধিক রোগীর এনজিওগ্রাফি করা হয়েছে। ৩০ থেকে ৩৫ জন রোগীর এনজিওপ্লাস্টি করা হয়েছে। ২২ জন রোগীর বুকে স্পেস মেকার বসানো হয়েছে। সফলতার সাথে পেরিফোয়াল এনজিওপ্লাস্টি করা হয়েছে ৪ জন রোগীর। এছাড়াও এক মাস পূর্বে এক জন রোগীর হার্টের ফুটো ডিভাইস ক্লোজারের মাধ্যমে বন্ধ করা হয়েছে সার্জারি ছাড়া। তিনি জানান এই
প্রথম বার জিবি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে হার্টের ফুটো ডিভাইস ক্লোজারের মাধ্যমে বন্ধ করা হয়েছে সফলতার সাথে। এই সাফল্য আগামী দিনে চিকিৎসকদের উৎসাহ জাগাবে।তিনি আরও জানান জিবি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে নতুন নতুন পরিষেবা চালু করা হচ্ছে। আনা হয়েছে বেশ কিছু আধুনিক সাজ সরঞ্জাম। তিনি জানান এই হাসপাতালের কার্ডিওলজি বিভাগে বর্তমান সময়ে যাদের আয়ুষ্মান কার্ড রয়েছে তাদের পেস মেকার বসানো হয় সম্পূর্ণ বিনা খরচে।সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক কার্ডিওলজিস্ট ডাক্তার রাকেশ দাস ও আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাক্তার অনুপ সাহা।