খেলা
img

প্রেসক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব প্রতিনিধি:- আগরতলা প্রেসক্লাবের ৪০বর্ষ পূর্তি উপলক্ষে প্রেসক্লাবের তোমাকে শনিবার আয়োজিত হয় এক ক্রিকেট প্রতিযোগিতা। আগরতলার প্রেসক্লাবের পুরুষ ও মহিলা সদস্যদের একত্রিত করে চারটি টিম করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় আগরতলা ভোলাগিরি মাঠে।এদিনের এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে আগরতলা পোস্ট অফিস সভাপতি জয়ন্ত ভট্টাচার্য জানিয়েছেন, বর্তমান সময়ে আগরতলা প্রেস ক্লাবে এক খেলাধুলার একটা সুন্দর আবহ তৈরি হয়েছে। যারা সাংবাদিতা করার পাশাপাশি মাঠে এসে খেলাধুলা করেন সেই বিষয়টিকে উৎসাহিত করে আগরতলা প্রেসক্লাব। সাংবাদিকদের জন্য এই ধরনের খেলাধুলা আয়োজন করতে যা যা করার দরকার প্রেসক্লাব সেই ব্যবস্থা করে, এবং আগামী দিনে আরো বেশি করে করবে। খেলাধুলার মাধ্যমে যে রকম প্রতিযোগিতা হয় তেমনি নিজেদের মধ্যে সম্পর্কও দৃঢ় হয় বলে জানালেন জয়ন্ত ভট্টাচার্য।