খেলা
img

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ২০ তম কুশল টেনিস টুর্নামেন্টের

নিজস্ব প্রতিনিধি:- ত্রিপুরায় কুড়ি তম কুশল  ওপেন টেনিস টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হলো শনিবার। মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ এবং পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে সহ অন্যান্যরা। এই টুর্নামেন্টকে ঘিরে খেলোয়ারদের মধ্যে উৎসাহ উদ্দিপনা ছিল চোখে পড়ার মত। জানা গেছে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ থেকেও খেলোয়াড়রা এসেছেন। প্রতিযোগিতার শুরুতে উপস্থিত অতিথিরা খেলোয়ারদের সাথে পরিচিত হন। এদিনের এই প্রতিযোগিতা নিয়ে বলতে গিয়ে, পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে জানান, তাকে এই টুর্নামেন্টে আমন্ত্রণ জানানোর জন্য তিনি গর্বিত। তিনি নিজেও নিয়মিত টেনিস খেলেন এবং টেনিসের একজন বড় ভক্ত বলে নিজেকে দাবি করলেন। নেপাল, বাংলাদেশ, মায়ানমার প্রভৃতি জায়গার খেলোয়াররা এই টেনিস টুর্নামেন্টে অংশগ্রহণ করায়, কুশল ওপেন টেনিস টুর্নামেন্টের জনপ্রিয়তা রয়েছে বলে তিনি মনে করছেন।তিনি জানান ত্রিপুরা পুলিশ ১৫০ বছর বর্ষপূর্তি উৎসব পালন করছে। এক্ষেত্রে তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে নিজের বার্তায় জানালেন, যুব সম্প্রদায়কে মাদকের নেশা থেকে দূরে থাকতে হবে। আর মাদকের নেশা থেকে দূরে থাকতে ক্রীড়াঙ্গনকে ভালবাসতে হবে।  তিনি জানান,মাদক কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে। তাছাড়া বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ বিধি মেনে চলার পরামর্শ দিলেন তিনি রাজ্যবাসীকে।