খেলা
img

ইস্টবেঙ্গলের প্রথম বিদেশি মহিলা ফুটবলার, ইতিহাস গড়তে কলকাতায় পা বাংলাদেশের সানজিদার.

ইস্টবেঙ্গলের হয়ে খেলতে এলেন বাংলাদেশের জাতীয় মহিলা দলের ফুটবলার সানজিদা আখতার। বৃহস্পতিবার কলকাতায় এলেন তিনি। লাল-হলুদ জার্সি গায়ে মহিলাদের আই লিগ খেলবেন সানজিদা। বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনের পর সানজিদাকেও দেখা যাবে ভারতের ক্লাব ফুটবলে।
আরও আগেই ভারতে আসার কথা ছিল সানজিদার। কিন্তু ভিসা সমস্যায় আসা হচ্ছিল না। মঙ্গলবার ভিসা সমস্যা মিটে যেতেই বৃহস্পতিবার কলকাতায় চলে এলেন বাংলাদেশের মহিলা ফুটবলার। বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে বুধবারই সানজিদা বলেছিলেন, “ভিসা হয়ে গিয়েছে। বৃহস্পতিবার কলকাতা যাচ্ছি।” 
সানজিদার আগে বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন ভারতের মহিলা ফুটবল লিগে খেলতে এসেছিলেন। তিনি এখন কিকস্টার্ট এফসি-তে খেলেন। ইস্টবেঙ্গলের সঙ্গে কিকস্টার্টের ম্যাচ রয়েছে ৫ ফেব্রুয়ারি। সেই দিন বাংলাদেশের দুই সতীর্থের একে অপরের বিপক্ষে খেলা দেখতে পারেন সমর্থকেরা।