খেলা
img

ত্রিপুরা দল আজ রওয়ানা হয়েছে মধ্যপ্রদেশের উদ্দেশ্যে।

নিজস্ব ক্রীড়া প্রতিনিধি:- ত্রিপুরা দল আজ রওয়ানা হয়েছে মধ্যপ্রদেশের উদ্দেশ্যে। ৬৭ তম ন্যাশনাল স্কুল গেমস এর হ্যান্ডবল ইভেন্টে অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগের প্রতিযোগিতায় অংশ নিতে ১২ সদস্যের ত্রিপুরা দল আজ রেলপথে রওনা হয়েছে। সঙ্গে রয়েছেন কোচ এবং ম্যানেজারও। উল্লেখ্য আগামী ১৬ থেকে ২১ জানুয়ারি মধ্যপ্রদেশের সাজাপুরে স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত ৬৭ তম ন্যাশনাল স্কুল গেমসের অঙ্গ হিসেবে অনূর্ধ্ব ১৭ বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ত্রিপুরা দলের খেলোয়াড়রা হলো : সঙ্গীতা পাল, অন্তরা দত্ত, রিয়া গোপ, রিমঝিম দেবরায়, মানসী দাস, অস্মিতা দেবনাথ, রিয়া শর্মা, পূর্ণিমা মালি, মৌমিতা পাল, অর্শিতা নমঃ, সাগরিকা দাস, আলিশা পাল। কোচ মনিকা পাল এবং ম্যানেজার তাপস দে। রেলপথে রওয়ানার প্রাক্কালে ত্রিপুরা হ্যান্ডবল এসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি ও অন্যান্য সদস্যগণ রেলস্টেশনে উপস্থিত থেকে খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। ত্রিপুরা দল এবার সাফল্য অর্জন করতে পারবে বলে আশা প্রকাশ করে রাজ্য সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।